একজন ব্যবসায়ী দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখে। হিসাব অনুযায়ী তার মোট সম্পত্তি ৫০,০০০ টাকা হলে তার মোট দায়ের পরিমাণ হবে -
আর্থিক বিবরণী প্রস্তুত সজ্জতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসাবে বহুঘরবিশিষ্ট যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে কী বলে?
মান ভালো না হওয়ায় 'হাবিব এন্ড সন্স'-এর নিকট থেকে খরিদকৃত মাল ফেরত দেওয়া হলো। এর জন্যে কোন ধরনের জাবেদা সংরক্ষণ করা উচিত?
সুমনা লি. চট্টগ্রামের মনি ট্রেডার্সের নিকট ৫০ টাকা দরে ১৫ কেজি চাল বিক্রি করে কিন্তু নিম্নমানের জন্যে মনি ট্রেডার্স ১৪ কেজি চাল ফেরত পাঠায়। সুমনা লি. বিক্রয় ফেরত জাবেদায় কত টাকা লিপিবন্ধ করবেন?
বছরের শেষে মজুদ পণ্য রইল ৮,০০০ টাকা। এটি কোন বইতে হিসাবভুক্ত করতে হবে?
হিসাবচক্র কী?