একতরফা দাখিলা পদ্ধতিতে মুনাফা/ক্ষতি নির্ণয়ে কোন দফাটি সমাপনী মূলধনের সহিত যোগ করতে হয়?
প্রারম্ভিক মূলধনের সূত্র কী?
যদি প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপনী মূলধন ৯০,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ৫,০০০ টাকা এবং উত্তোলনের পরিমাণ ১০,০০০ টাকা হয় তবে মুনাফা হবে?
আয়তনে ছোট ও লেনদেন সংখ্যা কম এমন ব্যবসায় প্রতিষ্ঠানে কোন ধরনের পদ্ধতি পরিলক্ষিত হয়?
একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না- i. আয় হিসাবii. ব্যয় হিসাবiii. সম্পদবাচক হিসাবনিচের কোনটি সঠিক?
লাভ/ক্ষতি-
i. (সমাপনী মূলধন+উত্তোলন)-(প্রারম্ভিক মূলধন+ অতিরিক্ত মূলধন)
ii. (প্রারম্ভিক মূলধন+উত্তোলন)-(সমাপনী মূলধন+ অতিরিক্ত মূলধন)
iii. (সমাপনী মূলধন+ উত্তোলন)- প্রারম্ভিক মূলধন- অতিরিক্ত মূলধন
নিচের কোনটি সঠিক?