ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ করা হয় হিসাব চক্রের কোন ধাপে?
"সমাপনী মূলধন ও উত্তোলনের সমষ্টি অপেক্ষা প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের সমষ্টি বড়।"- এটি প্রতিষ্ঠানের কী নির্দেশ করে?
যদি প্রারম্ভিক মূলধন ৭০,০০০ টাকা, সমাপনী মূলধন ৮৫,০০০ টাকা, মালিকের জন্য উত্তোলন ১৫,০০০ টাকা হয় তবে মুনাফা হবে-
সুচন্দা ট্রেডার্সের প্রারম্ভিক মূলধন ৬০,০০০ টাকা। সমাপনী মূলধন ৮৫,০০০ টাকা ও মুনাফা ৪০,০০০ টাকা। উত্তোলন পরিমাণ কত?
আসিফ একজন ক্ষুদ্র ব্যবসায়ী তার প্রারম্ভিক মূলধন ২৫,০০০ টাকা। সমাপনী মূলধন ৫৫,০০০ টাকা এবং লাভের পরিমাণ ১৫,০০০ টাকা হলে তার অতিরিক্ত মূলধনের পরিমাণ কত?
মনিরের ব্যবসায়ের আর্থিক অবস্থা বলতে বোঝায়-i. মোট সম্পদ ও দায়ের তালিকাii. আর্থিক অবস্থার বিবরণীiii. আয় ও ব্যয়ের সমষ্টিনিচের কোনটি সঠিক?