সাব্বিরের নিকট নগদে মাল বিক্রয় ১০,০০০ টাকা। এ লেনদেনের জন্য যে প্রামাণ্য দলিল ব্যবহৃত হয়, তা হলো-i. ক্যাশমেমো ii. ক্রেডিট ভাউচারiii. ক্রেডিট নোটনিচের কোনটি সঠিক?
ফাহমিদা আক্তার পরিবারের জন্যে প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুতের সময় চলতি, পূর্ববর্তী ও পরবর্তী সকল হিসাবসমূহ লিপিবদ্ধ করেন। এক্ষেত্রে ফাহমিদা আক্তার কোনটি বিবেচনা করবেন না।
একটি প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে জাবেদায় দাখিলা দেওয়ার সময় হিসাবরক্ষক একটি এন্ট্রি ভুল করল। তোমার মতে তার কী করা উচিত?
পরোক্ষ খরচের মাধ্যমে পণ্যকে কী করা হয়?
ডেবিট নোট কে প্রস্তুত করে?
নিচের কোন হিসাবগুলোর সর্বদাই ক্রেডিট ব্যালেন্স হয়?