যুক্তি অর্থ কী?
সাপেক্ষ পদগুলো থাকে-
একজন রোগী নতুন স্থানে যাওয়ার পরপরই তার রোগ সেরে গেল। সুতরাং নতুন স্থানের আবহাওয়াই তার রোগমুক্তির কারণ। এ যুক্তিটির যথার্থতা নিরূপণে বলা যায়-
i. এ যুক্তিটি ব্যতিরেকী পদ্ধতির ভ্রান্ত প্রয়োগের উপর প্রতিষ্ঠিত
ii. আরোগ্য লাভের জন্য ঔষধ, পথ্য, সেবা ইত্যাদির কথা না বলে একটি মাত্র শর্তকে সমগ্র কারণ বিবেচনা করা হয়েছে
iii. শুধু স্থান পরিবর্তন রোগীকে আরোগ্য করতে পারে না
নিচের কোনটি সঠিক?
একটি পদের 'জাত্যর্থ' হচ্ছে ঐ পদের-
i. সংখ্যার দিক
ii. গুণের দিক
iii. সংখ্যা ও গুণের দিক
পল্লব একজন যুক্তিবিদের মতো আরোহকে বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন। এক্ষেত্রে কোন যুক্তিবিদের নাম প্রযোজ্য?
সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণিবিভাগ কোনটি?