নিরীক্ষণের জন্য প্রয়োজনীয় শর্তাবলি কয়টি?
জামিল যুক্তিবিদদের মতো সম্ভাবনা পরিমাপের জন্য কিছু নিয়মের কথা উল্লেখ করেন। এক্ষেত্রে জামিলের সাথে কোন যুক্তিবিদের মিল রয়েছে?
ভূমিকম্পের কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরীণ গোলযোগকে দায়ী করা হলে কেমন হবে?
যে মিশ্র সহানুমানে প্রধান আশ্রয়বাক্যটি একটি যৌগিক প্রাকল্পিক, অপ্রধান আশ্রয়বাক্যটি একটি বৈকল্পিক যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটি নিরপেক্ষ, না হয় একটি বৈকল্পিক যুক্তিবাক্য তাকে কোন অনুমান বলে?
মানুষ শ্রেণিকে একই সাথে শিক্ষা, সততা, জ্ঞান ইত্যাদি মূলসূত্রের ভিত্তিতে বিভক্ত করা যায় না। এ বক্তব্যের যথার্থতায় বলা যায়-
i. যৌক্তিক বিভাগের ক্ষেত্রে মূলসূত্র ব্যবহারের রীতি নেই
ii. একই সময় একটি মাত্র মূলসূত্র ব্যবহার করে একটি পদকে বিভক্ত করতে হয়
iii. একই সময় একাধিক মূলসূত্র ব্যবহার করা যুক্তিসিদ্ধ নয়
নিচের কোনটি সঠিক?
বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোন ক্রিয়া বর্তমান?