একটি ক্রেনের সাহায্যে 800 kg ইস্পাত 20 s-এ 10 m উচ্চতায় উঠানো হলো। ক্রেনটি কত ক্ষমতা প্রয়োগ করেছিল?
গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কী বলে?
সলিনয়েডের তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করলে-
i. মেরুদ্বয় পাল্টে যাবে
ii. বলরেখাগুলোর অভিমুখ বিপরীতমুখী হবে
iii. লোহার দন্ডটি চুম্বকত্ব হারাবে
নিচের কোনটি সঠিক?
পরীক্ষাধীন স্থানে তাপমাত্রা 30°C এবং A শ্রোতা 4.14 সেকেন্ড পর শব্দ শুনতে পেল। তাহলে XY এর দূরত্ব হবে?
A ও B দুটি বস্তুর ভর যথাক্রমে 1 kg ও 2 kg A বস্তুর ভর B বস্তুর দ্বিগুণ। বস্তু দুটিকে একই উচ্চতা হতে মুক্তভাবে পড়তে দিলে A ও B বস্তু দুটির পতনকালের অনুপাত হবে যথাক্রমে-
নির্দিষ্ট ভরের কোনো বিভবশক্তি এবং ভূ-পৃষ্ঠ থেকে উচ্চতা h হলে-