কর্মচারী ও কর্মকর্তা হিসাব তথ্যের কোন ধরনের ব্যবহারকারী?
খতিয়ান হিসাবের - বহি।
"ব্যবসায়ে ব্যবহারের জন্য ফটোকপি মেশিন কয়" কোন হিসাবে হিসাবভুক্ত হবে?
রেওয়ামিলের এক পাশের টাকার অঙ্কের ভুল অন্য পাশের অনুরূপ ভুল দ্বারা সমান হয়ে গেলে এমন ভুলকে বলা হয়-
পারিবারিক হিসাব ব্যবস্থাপনা অতীব গুরুত্বপূর্ণ; কারণ এটি-
1. সদস্যদের মাঝে নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সহায়ক হয়
II. সদস্যদের ভোগ প্রবণতা বৃদ্ধির সুযোগ করে দেয়
III. পারিবারিক সুখ বৃদ্ধি করে
নিচের কোনটি সঠিক?
নিচের কোন ঘটনাটি লেনদেন?