ব্যবসায়ের মালিক এবং ব্যবস্থাপক হিসাব বিবরণীর মাধ্যমে কোন কাজটি সহজে করতে পারেন ?
রহিমের নিকট থেকে মাল ক্রয় করা হয়েছে ২৬,০০০ টাকা কিন্তু হিসাবে দেখানো হয়নি। তবে রেওয়ামিল মিলে গেছে। এক্ষেত্রে কোন ভুলটি হয়েছে?
সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে মালিক নিট লাভের অংশ নিয়ে গেলে ব্যবসায়ের কী ঘটে?
স্ট্যাপলার ও ক্যালকুলেটরের জন্য কোন হিসাব খোলা হয়?
অবচয় ধার্য করা হলে হিসাব সমীকরণের হ্রাস ঘটে-
নগদান বইয়ের ক্ষেত্রে-
i. সব ধরনের নগদান বইয়ে বাট্টার কলাম থাকে
ii. উভয়দিকে বাট্টার পার্থক্য নির্ণয় করা হয় না
iii. কারবারী বাট্টা কোনোক্রমেই লিপিবদ্ধ হয় না
নিচের কোনটি সঠিক?