ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের ন্যায্য অংশ আদায়ের জন্য কোন হিসাবের সহায়তা গ্রহণ করেন?
রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকের টাকার পরিমাণ সমান হলেও রেওয়ামিলে ভুল থাকতে পারে। কোন জাতীয় ভুলের কারণে?
কোনটি একই হিসাবের শ্রেণিভুক্ত নয়?
হিসাববিজ্ঞানের হিসাবসমূহ প্রত্যেক বছর একই পদ্ধতিতে করা হয় কোন নীতি অনুযায়ী?
A=L+E, এখানে L দ্বারা কী বোঝায়?
রেওয়ামিলের ভুল কীভাবে বুঝা সম্ভব?