'কাক হয় কালো, বক হয় সাদা' এখানে কালো এবং সাদা রং বক ও কাকের সাথে কী ধরনের সম্পর্ক -
তৃতীয় সংস্থানের AA মূর্তি হলো-
i. বৈধ মূর্তি
ii. DARII মূর্তি
iii. অবৈধ মূর্তি
নিচের কোনটি সঠিক?
কোন অনুমানের আশ্রয়বাক্যগুলোর বাস্তবতা পরীক্ষা করে জাগতিক বস্তু সম্পর্কে সংগতিপূর্ণ সিদ্ধান্ত টানা হয়?
উদ্দীপকের ৩য় যুক্তিবাক্যে-
i. উদ্দেশ্য পদ অব্যাপ্য
ii. বিধেয় পদ ব্যাপ্য
iii. যুক্তিবাক্যের প্রভাব বিদ্যমান
বিভেদক লক্ষণ বিষয়টি কোন ক্ষেত্রে প্রয়োগযোগ্য?
যুক্তিবিদ 'ক' ও 'খ' মনে করেন, পরীক্ষণমূলক পদ্ধতিগুলো কার্যকারণ সম্পর্ক প্রমাণের পদ্ধতি নয়। এমনকি আবিষ্কারের পদ্ধতিও নয়; বরং অপ্রাসঙ্গিক বিষয়গুলো বর্জন এসব পদ্ধতির প্রধান কাজ। এখানে 'ক' ও 'খ' কাদের নির্দেশ করছে?