যে গুণ বা গুণাবলি একই জাতির অন্তর্ভুক্ত একটি উপজাতিকে অপরাপর উপজাতি থেকে পৃথক করে সে গুণ বা গুণাবলিকে বলা হয় - i. লক্ষণ
ii. বিভেদক লক্ষণ
iii. উপলক্ষণ
নিচের কোনটি সঠিক?
মানুষ শ্রেণিকে একই সাথে শিক্ষা, সততা, জ্ঞান ইত্যাদি মূলসূত্রের ভিত্তিতে বিভক্ত করা যায় না। এ বক্তব্যের যথার্থতায় বলা যায়-
i. যৌক্তিক বিভাগের ক্ষেত্রে মূলসূত্র ব্যবহারের রীতি নেই
ii. একই সময় একটি মাত্র মূলসূত্র ব্যবহার করে একটি পদকে বিভক্ত করতে হয়
iii. একই সময় একাধিক মূলসূত্র ব্যবহার করা যুক্তিসিদ্ধ নয়
কিছু P হয় M সকল M হয় S অতএব, কিছু S হয় P উপরিউক্ত দৃষ্টান্তটি একটি-
i. IA মূর্তির দৃষ্টান্ত
ii. বৈধ মূর্তি
iii. অবৈধ মূর্তি
প্রতীক ব্যবহারের মাধ্যমে মিতব্যায়ী হওয়া যায়-
i. চিন্তার দিক থেকে
ii. শ্রমের দিক থেকে
iii. অর্থের দিক থেকে