সমাজবদ্ধভাবে বসবাসকারী মানুষের প্রথম পেশা কোনটি?
সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে বন্ধ হয়ে যায়-i. আয় হিসাবii. ব্যয় হিসাবiii. উত্তোলন হিসাবনিচের কোনটি সঠিক?
পরিবারে শিক্ষাখাতে খরচের হার কত?
ফারাবী ব্যবসায়ের জন্য ৮০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন। কিন্তু বছর শেষে দেখা গেল যন্ত্রপাতির মূল্য ৮,০০০ টাকা কমে গেল। এ ক্ষেত্রে যন্ত্রপাতির অবচয়ের শতকরা হার কত?
নিচের কোনটি মোট ব্যয়ের সূত্র?
মি. হাসেম একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখেন। তাঁর প্রারম্ভিক মূলধন ৮০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৯০,০০০ টাকা। তিনি ব্যবসায় থেকে ৫,০০০ টাকা উত্তোলন করেন।এব, বো, '১৯) মি. হাসেমের লাভ/ক্ষতির পরিমাণ কত?