যৌগিক বাক্য কত প্রকার?
গাণিতিক সম্ভাব্যতার ক্ষেত্রে সংখ্যার সাহায্যে সম্ভাব্যতা পরিমাপ করা যায়। এক্ষেত্রে কোনটির প্রয়োজন হয়?
একটি কারণ ধাপে ধাপে অগ্রসর হয়ে দূরবর্তী একটি কার্যকে সংগঠন করে। আর এ ধাপ বা স্তরগুলোর উল্লেখ দ্বারা কারণ ও কার্যের মধ্যে সম্বন্ধ স্থাপন করা একরূপ ব্যাখ্যা। এটি ব্যাখ্যার কোনরূপ?
সংজ্ঞার ক্ষেত্রে সাধারণত কয়টি নিয়ম মেনে চলতে হয়?
জটিল ও বৈচিত্র্যপূর্ণ বিষয়াবলিকে জানা বা বোঝার ক্ষেত্রে একটি অন্যতম মাধ্যম কী?
যে গুণ বা গুণাবলি কোনো পদের জাত্যর্থের অংশ নয় কিংবা জাত্যর্থ থেকে আবশ্যিকভাবে অনুমিত নয় তাকে কী বলে?