অশুদ্ধ ও অবৈধ যুক্তিকে শুদ্ধ বা বৈধ যুক্তি থেকে আলাদা করার অন্যতম লক্ষ্য-
i. প্রতীকী যুক্তিবিদ্যার
ii. সনাতনী যুক্তিবিদ্যার
iii. গণিতশাস্ত্রের
নিচের কোনটি সঠিক?
যুক্তিবিদ মিল সাদৃশ্যানুমানকে প্রকৃত আরোহ বলে অভিহিত করেছেন। এর যৌক্তিক কারণ হলো-
i. এতে অজানা থেকে জানায় গমন করা যায়
ii. জানা থেকে অজানায় গমন করা যায়
iii. আরোহমূলক লম্ফ উপস্থিত
নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য বিদ্যমান। কারণ-
i. উভয়ই বিষয়নিষ্ঠ বিজ্ঞান
ii. উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান
iii. উভয়ই দর্শনের দুটি শাখা
পরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত বিশেষ দৃষ্টান্তকে কী বলা হবে?
'বরফ হয় ঠান্ডা'- এই বাক্যটি কিরূপ হয়?
কোন বস্তুর ক্ষেত্রে শ্রেণিকরণের সীমাবদ্ধতা আছে?