আধুনিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থায় নির্দিষ্ট ব্যক্তিবর্গকে পূর্ণ ক্ষমতা দেয়া হয়-i. প্রতিষ্ঠানের আয়ের জন্য ii. প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্যiii. জবাবদিহিতায় গতিশীলতার জন্যনিচের কোনটি সঠিক?
প্রতিটি জাবেদা লিখন সম্পন্ন করার পর কী করা হয়?
মালিকানাস্বত্ব হলো-i. মালিকের অধিকারii. তৃতীয় পক্ষের অধিকারiii. হিসাবের একটি প্রকার
নিচের কোনটি সঠিক?
আর্থিক অবস্থার বিবরণীতে মোট দায়ের পূর্বে কোনটি দেখানো হয়?
ব্যাংকে ৮০,০০০ টাকা জমার ফলে ব্যাংক ১২% হারে সুদ প্রদান করে। এক্ষেত্রে রেওয়ামিলে ব্যাংক জমার সুদ কত এবং কোথায় অন্তর্ভুক্ত হবে?
আর্থিক অবস্থার বিবরণী থেকে জানা যায়-i. মোট সম্পদের পরিমাণ ii. মোট দায়দেনার পরিমাণiii. মোট আয়ের পরিমাণনিচের কোনটি সঠিক?