ইংরেজি 'Finance' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
জীবন বিমা চুক্তির অপরিহার্য উপাদানের মধ্যে পড়ে-
i. বিমাযোগ্য স্বার্থ
ii. সদ্বিশ্বাসের সম্পর্ক
iii. স্থলাভিষিক্তকরণ
নিচের কোনটি সঠিক?
কোম্পানি মূলধন সংগ্রহের লক্ষ্যে মূলধন বাজার থেকে ঋণের স্বীকৃতিস্বরূপ যে চুক্তিপত্র প্রদান করে তাকে কী বলে?
কোন উদ্দেশ্যটি অর্থের সময়মূল্য বিবেচনা করে?
মজুদ পণ্য হলো-
i. কাঁচামাল
ii. অসম্পূর্ণ পণ্য
iii. সহায়ক পণ্য
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
পলাশ লি. খেলনা প্রস্তুতকারী একটি কোম্পানি। প্রতিটি খেলনার বিক্রয়মূল্য ৯০ টাকা। যার একক প্রতি কাঁচামাল ও শ্রম ব্যয় ৫০ টাকা। বার্ষিক স্থির ব্যয় ১,৮০,০০০ টাকা।
প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিক্রয় একক কত?