বই টেবিলের উপর থাকে--
i. বইয়ের ক্রিয়া বল টেবিলের প্রতিক্রিয়া বল সমান
ii. টেবিলের আকর্ষণের জন্য
iii. বইয়ের ক্রিয়া বল ও টেবিলের প্রতিক্রিয়া বিপরীতমুখী
নিচের কোনটি সঠিক?
কোন তড়িৎ ক্ষেত্রে 15 C এর একটি চার্জ স্থাপন করলে সেটি 150 N বল লাভ করে। ঐ ক্ষেত্রে 5 C চার্জ স্থাপন করলে কত বল লাভ করবে?
জহির শ্রেণিকক্ষের পেছনে বসে ব্লাকবোর্ডের লেখা স্পষ্ট দেখতে পায় না। এক্ষেত্রে জহিরের চোখের কি ধরনের ত্রুটি হয়েছে?
বিকর্ষণধর্মী বল হচ্ছে-
i. মহাকর্ষীয় বল
ii. চৌম্বক বল
iii. তড়িৎ বল
5×10-2 kg ভরের কোন বস্তুর তাপমাত্রা 20°C থেকে 100°C এ উন্নীত করতে 1520 J তাপের প্রয়োজন হয়। বস্তুটির আপেক্ষিক তাপ কত?
Ω চিহ্নটির নাম কী?