পেপার-পেনসিল অভীক্ষায় তথ্য সরবরাহ করা হয়-
i. প্রশ্ন লিখন ও স্কোরিং নির্দেশিকার উন্নয়ন
ii. বহু নির্বাচনি
iii. কাজের বিষয় তালিকাভুক্তকরণ
নিচের কোনটি সঠিক?
পরিপক্কতার সাথে সম্পর্ক রয়েছে কীসের?
এস সি কোহ কোন দেশের মনোবিজ্ঞানি?
সামঞ্জস্য হলো-
i. অর্জিত অভিজ্ঞতার ফল
ii. কোন কিছুর সাথে খাপখাওয়ানো
iii. ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে বোঝাপড়া করা
একাদশ শ্রেণির ছাত্রী মুনিরাকে ২০ জন মনোবিজ্ঞানীর নাম শেখানো হলো। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উক্ত ২০ জনসহ ৩০ জনের নাম উপস্থাপন করে পূর্বের শেখা ২০ জনকে চিহ্নিত করতে বলা হলো। মুনিরা ১৫ জনকে সঠিক এবং ৫ জনকে ভুলভাবে চিহ্নিত করল। প্রত্যাভিজ্ঞা পদ্ধতিতে মুনিরার স্মৃতিশক্তি কত?
শৈশবের শেষ পর্যায়ের কয়টি বছর বয়ঃসন্ধিতে থাকতে পারে?