প্রতীক একটি যুক্তির কী নির্ধারণ করে?
'নয়' যৌক্তিক যোজকটি কোন বাক্যে ব্যবহার হয়?
'ক' নামক যুক্তিবিদ প্রকল্পকে দুই শ্রেণিতে বিন্যস্ত করেছেন। তবে এ শ্রেণিবিন্যাসটি যথার্থ নয়। এ সম্পর্কে বলা যায়-
i. 'ক' যুক্তিবিদ হলেন ওয়েলটন
ii. আলোচিত শ্রেণি দুটি হলো- কারণসংক্রান্ত ও নিয়মসংক্রান্ত
iii. কর্তাসংক্রান্ত ও বস্তুবিন্যাস সংক্রান্ত প্রকল্প দুটিকে একত্র করা হয়েছে
নিচের কোনটি সঠিক?
একটি পদের জাত্যর্থ কীভাবে গঠিত হয়?
নিয়ম সম্পর্কিত বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো-
i. কোনো বিশিষ্ট ঘটনাকে একটি নিয়ম দ্বারা ব্যাখ্যা করা
ii. সেই নিয়মের সাথে কোনো ব্যাপকতর নিয়মের সাদৃশ্য নির্ণয়
iii. উভয় নিয়মকে সংযুক্ত করা
একজন মানুষকে একই সময়ে বর্ণ ও উচ্চতা- এ দুটি মূলসূত্রের ভিত্তিতে বিভক্ত করা যায় না কেন?