"যুক্তিবিদ্যার কাজ হলো চিন্তার আকার ও উপাত্তের এবং জ্ঞান আহরণের পদ্ধতির বিশ্লেষণ।"-উক্তিটি কে করেছেন?
'অতএব সকল মানুষ হয় মরণশীল'- যুক্তিবাক্যটি সচরাচর প্রতীয়মান হয়-
i. আশ্রয়বাক্যে
ii. সিদ্ধান্তে
iii. আরোহ অনুমানে
নিচের কোনটি সঠিক?
উপর্যুক্ত দৃষ্টান্তে 'সাধারণ গদ' কোনটি?
'বায়ু হচ্ছে শব্দের কারণ'- এটি কোন ধরনের প্রকল্প?
হিশাম ব্যতিরেকী পদ্ধতি সম্পর্কে বলেন-
i. এটি যুক্তিবিদ মিল প্রবর্তিত একটি পরীক্ষণমূলক পদ্ধতি
ii. অন্বয়ী পদ্ধতির সমস্যাগুলো দূর করার মানসে এ পদ্ধতির অবতারণা,
iii. এ পদ্ধতি মাত্র দুটি উদাহরণের মধ্যে সীমাবদ্ধ
কোন যুক্তিবিদ বলেন, "প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একদিকে আরোহ অনুমানের ভিত্তি এবং অন্যদিকে আরোহ অনুমানের ফল"?