জনাব আতিক তার ব্যবসায়ের অর্জিত মুনাফার একটি অংশ নিয়তি কর দেন। তিনি কোন পক্ষের প্রতি দায়িত্ব পালন করছেন?
কোনটিতে আয়হার ঝুঁকিমুক্ত?
চেকের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো-
i. নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ
ii. নির্দিষ্ট তারিখের উল্লেখ
iii. আমানতকারীর স্বাক্ষর
নিচের কোনটি সঠিক?
ঝুঁকি ও মুনাফার মধ্যে সম্পর্ক কীরূপ?
দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের হাতিয়ার হলো-
i. ঋণপত্র
ii. টি বিল
iii. শেয়ার
উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও : BD ফুড লি. সমাজের মানুষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে স্বল্প ব্যয়ে মানসম্পন্ন খাবারসামগ্রী বাজারে পৌঁছে দেয়। ফলশ্রুতিতে সে সর্বোচ্চ মুনাফা করার চেষ্টাও করে। সে তাতে সফলও হয়।
ফুড লি. এর মুনাফা বৃদ্ধির চেষ্টাকে কী বলে?