সবকিছুই এবং কোনো কিছুই নয় সম্পর্কীয় সূত্র'-টি কার?
রাসেলের মতে একাধিক ঘটনার সংমিশ্রণে কেবল আকস্মিকতার সৃষ্টি হতে পারে। রাসেলের মতের সাথে কোন যুক্তিবিদের মতের মিল রয়েছে?
প্রাকৃতিক ঘটনাবলির মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে শ্রেণিকরণ করাকে বলে-
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কার্যকারণ সম্পর্কে লৌকিক মতবাদকে কোন ভাবে মূল্যায়ন করা যৌক্তিক?
দ্বিকল্প সহানুমানের সিদ্ধান্ত হয়-
i. নিরপেক্ষ বাক্য
ii. প্রাকল্পিক বাক্য
iii. বৈকল্পিক বাক্য
নিচের কোনটি সঠিক?
কোনো কার্য সংঘটনের জন্য যে শক্তি, সামর্থ্য ও দক্ষতার প্রয়োজন হয়, সেই শক্তি বা দক্ষতাকে ঐ কার্যের কী বলে অভিহিত করা যথার্থ?