পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু 2s এ 8m দূরত্ব অতিক্রম করে । ঐ বস্তু 5s এ কত দূরত্ব অতিক্রম করবে?
সমপরিমাণ দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বলের মান চারগুণ হবে যখন-
i. দূরত্ব অর্ধেক
ii. দূরত্ব দ্বিগুণ
iii. আধান দ্বিগুণ
নিচের কোনটি সঠিক?
টিউবলাইটের ভেতর কী তৈরি হয়?
বন্দুকের গুলির আঘাত মারাত্মক হলেও এর পশ্চাৎ বল বন্দুক ব্যবহারকারীর জন্য সহনশীল হয়, কারণ-
i. বন্ধুকটির ভর বেশি হওয়ায় পশ্চাৎ বেগ কম
ii. বন্দুক ব্যবহারকারীকে বেশি ক্ষেত্রফলে বল প্রয়োগ করে
iii. ক্রিয়া ও প্রতিক্রিয়া বল অসমান হওয়ায়
বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফর্মারের মধ্যে আকর্ষণ বল কোনটি?
একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে 4 × 106 J. তাপশক্তি সরবরাহ করায় 2.64 × 106 J বিদ্যুৎশক্তি পাওয়া গেল। কেন্দ্রটির কর্মদক্ষতা কত?