বুৎপত্তিগত অর্থের দিক থেকে যুক্তিবিদ্যাকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়?
যে কোনো ঘটনাকে উচ্চতর নিয়মের অধীনে এনে সংশ্লিষ্ট ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় কোন ব্যাখ্যায়?
সহানুমানের মধ্যপদটি উভয় আশ্রয়বাক্যে উদ্দেশ্য বা বিধেয় হলে যথাক্রমে তা হবে-
i. প্রথম সংস্থান
ii. দ্বিতীয় সংস্থান
iii. তৃতীয় সংস্থান
নিচের কোনটি সঠিক?
সংজ্ঞানির্ভর শ্রেণিকরণের সমর্থক কে?
বাস্তবক্ষেত্রে সঠিকভাবে জ্ঞানকে ব্যবহার বা প্রয়োগ করার রীতিনীতি শিক্ষা দেয় কোনটি?
সম্ভাব্যতার বিষয়ীগত বা আত্মগত ভিত্তি হচ্ছে বিশ্বাস। এক্ষেত্রে সম্ভাব্যতার বিষয়ীগত বা বস্তুগত ভিত্তি হিসেবে কোনটি উপযোগী?