ফ্রয়েডের মতবাদের মূল বিষয় আবর্তিত হয়েছে-
i. ব্যক্তিত্বের কাঠামোকে কেন্দ্র করে
ii. ব্যক্তিত্বের বিকাশকে কেন্দ্র করে
iii. ব্যক্তিত্বের গতিশীলতাকে কেন্দ্র করে
নিচের কোনটি সঠিক?
সমাজে বসবাস করতে গিয়ে ব্যক্তি প্রথানির্ভর হয়ে পড়ে কীভাবে?
ডি.এন.এ.এর কাজ হলো-
i. এনজাইম তৈরির কাজ নিয়ন্ত্রণ
ii. প্রোটিন তৈরির কাজ নিয়ন্ত্রণ
iii. বংশগতিতে পরিবর্তন সূচিত করা
আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বে থাকে-
i. দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু
ii. দুটি ঋণাত্মক লক্ষ্যবস্তু
iii. দুটি লক্ষ্যবস্তুই সমান আকর্ষণীয়
সমান দূরত্ব বিশিষ্ট স্কেলের অভিমতগুলোকে ভাগ করা হয়-
i. নিরপেক্ষতার মাত্রা অনুযায়ী
ii. আনুকূল্য মাত্রানুযায়ী
iii. প্রতিকূলতার মাত্রানুযায়ী
মাত্রাতিরিক্ত শাসন ত্রয়ীর মতো শিশুদের-
i. মনকে বিদ্রোহী করে তোলে
ii. আক্রমণাত্মক মনোভাব তৈরি করে
iii. সুশৃঙ্খল হয়ে উঠে