রাসুলের (স.) ওপর সর্বপ্রথম কোন সূরা অবতীর্ণ হয়?
বিদায় হজ মহানবি (স.) নবি জীবনের কততম হজ?
মেলায় জুয়াখেলাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম হয়। এখানে কোন সংগ্রাম সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে?
কোন পর্বতের গুহায় ধ্যানরত অবস্থায় মহানবি (স.) নবুয়াত লাভ করেন।
রাসুলে করীম (স.) কত খ্রিস্টাব্দে ইহলোক ত্যাগ করেন?
'যখন কেউ তাঁকে বিশ্বাস করেনি তখন তিনিই সর্বপ্রথম তাঁর ওপর বিশ্বাস স্থাপন করেন।- উক্তিটি নিচের কার ক্ষেত্রে প্রযোজ্য?