গ্রিক ও রোমানগণ কয়টি মহাজাগতিক উপাদানের ভিত্তিতে ব্যক্তিত্বের শ্রেণিবিভাগ করেছেন?
"প্রেষণা বলতে সেই প্রক্রিয়াকে বোঝায় যা আমাদের আচরণের সূত্রপাত ঘটায়, সচল রাখে এবং পরিচালনা করে" ভোগেল এর এই সংজ্ঞা কোনটি নির্দেশ করে?
কাহিনি সংপ্রত্যক্ষণ অভীক্ষায় পরীক্ষণপাত্রকে একটি কার্ড দেখিয়ে কী করতে বলা হয়?
একজন বালিকার বয়স বাড়ার সাথে সাথে পরিলক্ষিত হয়-
i. দৈহিক বিকাশ
ii. আরচণগত বিকাশ
iii. মানসিক বিকাশ
নিচের কোনটি সঠিক?
রিয়াজ নিয়মিত ধূমপান করে। সে একদিন জানতে পারে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তথ্যটি জানার পর ধূমপানের ক্ষেত্রে ফিল্টার সিগারেট ব্যবহার করে। রিয়াজ এ ক্ষেত্রে কোনটির পরিবর্তন সাধন করেছে।
এড্রিনাল কর্টেক্স হতে কয় ধরনের হরমোন ক্ষরিত হয়?