ওয়েক্সলারের বয়স্ক বুদ্ধি অভীক্ষার বৈশিষ্ট্য হলো-
i. বিভিন্ন ভাষাভাষী লোকদের বুদ্ধি নির্ণয়
ii. প্রত্যেক উপ-অভীক্ষায় পৃথকভাবে বুদ্ধ্যঙ্ক
iii. কোনো ব্যক্তির কতটুকু পারদর্শী তা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
আগ্রাসনের কোন উৎস অস্বস্তিকর অবস্থায় ব্যক্তির মধ্যে অন্যকে আঘাত করার স্পৃহা জাগিয়ে তোলে?
সাদেক বর্তমানে খুব অর্থসংকটে আছে। একসময় তার অনেক টাকা- পয়সা ছিল, কিন্তু এখন নেই। আর্থিক সংকটের এই মানসিক দুরবস্থা থেকে মুক্তির জন্য সে অতীতের যে সম্পদের মালিক ছিল এটা স্মৃতিচারণ করে। এখানে তিনি আত্মরক্ষার কোন কৌশল প্রয়োগ করেছেন?
মানুষ প্রায় সময়ই কোনটির সম্মুখীন হয়?
শৈশবের শেষ পর্যায়ের কয়টি বছর বয়ঃসন্ধিতে থাকতে পারে?
মনোবিজ্ঞানীদের ভাষায় মানসিক চাপ কত প্রকার?