বিনো-সিমোঁ বুদ্ধি অভীক্ষার অসুবিধা হলো-
i. ব্যক্তির মানসিক বিকাশের সার্বিক দিক পরিমাপ করা যায় না
ii. প্রয়োগে সময় বেশি লাগে
iii. এ অভীক্ষার কোনো বিকল্প নেই
নিচের কোনটি সঠিক?
বয়ঃসন্ধিকালে সন্তানের প্রতি বাবা-মা'র দায়িত্বসমূহ হলো-
i. সন্তানের রক্ষাণাবেক্ষণ ও সমর্থন
ii. সন্তানের প্রতি আবেগপ্রবণ হওয়া
iii. সন্তানকে সামাজিক শিক্ষা দেওয়া ও স্কুলে পাঠানো
কোথায় মেরুজননের সৃষ্টি হয়?
IQ =MACA× ? ।? চিহ্নিত স্থানে কোনটি বসবে?
সুষুম্নাশীর্ষকের সামনে যে নলাকৃতির স্ফীতাংশ সেতুর মতো আড়াআড়ি চলে গেছে তাকে কী বলে?
সাদেক বর্তমানে খুব অর্থসংকটে আছে। একসময় তার অনেক টাকা- পয়সা ছিল, কিন্তু এখন নেই। আর্থিক সংকটের এই মানসিক দুরবস্থা থেকে মুক্তির জন্য সে অতীতের যে সম্পদের মালিক ছিল এটা স্মৃতিচারণ করে। এখানে তিনি আত্মরক্ষার কোন কৌশল প্রয়োগ করেছেন?