শান্তার বয়স চার। তাকে প্রশ্ন করা হয়েছিল সে ছেলে না মেয়ে। চাবি, ছুরি দেখে সেগুলোর নাম বলতে পারে কিনা এবং তাকে দুটি সরল রেখার দৈর্ঘ্য তুলনা করতে বলা হয়েছিল। শান্তার ক্ষেত্রে কোন বুদ্ধি অভীক্ষা প্রয়োগ করা হয়েছিল?
ব্যক্তিত্বের সামগ্রিক দিক পরিমাপ করা হয় কোন অভীক্ষা দ্বারা?
আর্মি আলফা নামক বুদ্ধি অভীক্ষাটি কয়টি উপ-অভীক্ষায় বিভক্ত?
আগ্রাসন যে ধরনের আচরণ-
i. মনো-সামাজিক
ii. প্রেষিত
iii. উদ্দেশ্যমূলক
নিচের কোনটি সঠিক?
সাপেক্ষিত প্রতিবর্ত অনুধ্যান কার সৃষ্টি?
আমরা কখন প্রথা নির্ভর হয়ে পড়ি?