শান্তার বয়স চার। তাকে প্রশ্ন করা হয়েছিল সে ছেলে না মেয়ে। চাবি, ছুরি দেখে সেগুলোর নাম বলতে পারে কিনা এবং তাকে দুটি সরল রেখার দৈর্ঘ্য তুলনা করতে বলা হয়েছিল। শান্তার ক্ষেত্রে কোন বুদ্ধি অভীক্ষা প্রয়োগ করা হয়েছিল?
লিখতে ও পড়তে জানে এমন লোকদের বুদ্ধি পরিমাপে আর্থার ওটিস কোন অভীক্ষাটি প্রণয়ন করেছিলেন?
বুদ্ধিভিত্তিক আন্তঃব্যক্তিক পার্থক্যের ক্ষেত্রে অনুবন্ধের সহগ কে তৈরি করেন?
মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিগুলো-
i. পরস্পর সম্পর্কযুক্ত
ii. পরস্পর সম্পর্কবিহীন
iii. এককভাবে কোনোটিই প্রধান নয়
নিচের কোনটি সঠিক?
দর্শন স্নায়ুর উৎপত্তিস্থল কোথায়?
অনালী গ্রন্থির অন্য নাম কী?