আরববাসী নারীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল-
i. ভোগের সামগ্রী ও অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য হতো
ii. সমাজের উঁচুস্তরে বসবাস করত
iii. একই সঙ্গে একাধিক স্বামী গ্রহণ করতে পারত
নিচের কোনটি সঠিক?
চেঙ্গিস খান কীন রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আদায় করেন প্রচুর-
1. নগদ অর্থসম্পদ
ii. অলঙ্কারাদি
iii. উপঢৌকন
আমাদের আত্মীয় যদি মদপান করে, তবে আমাদের যে ব্যবস্থা গ্রহণ করতে হবে-
i. ন্যায়বিচার করতে হবে
ii. বুঝিয়ে ছেড়ে দিতে হবে
iii. শাসন করতে হবে
আব্বাসি খিলাফতে কেন্দ্রীয় শাসনের দুর্বলতার কারণে দূরবর্তী প্রদেশসমূহে গড়ে ওঠে-
1. ইদ্রিসীয় রাজবংশ
ii. সামানীয় রাজবংশ
iii. আইয়ুবী রাজবংশ