1m লম্বা ও 1 mm ব্যাসের তারকে বল প্রয়োগে 0.025 cm দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। ব্যাস হ্রাস কত? [০ = 0.1]
কাজের মান শূন্য হবে, যদি-
i. সরণ না ঘটলে
ii. বলের বিপরীতে সরণ হলে
iii. যখন sinθ =। হয়
নিচের কোনটি সঠিক?
পূর্ণতরঙ্গ একমুখীকরণ বর্তনী তৈরি করা যায়-
ⅰ. ২ টি ডায়োড দিয়ে
ii. ৩ টি ডায়োেড দিয়ে
iii. ৪ টি ডায়োড দিয়ে
এই পরীক্ষায় অন্ধকার ডোরা পাওয়ার জন্য দুটি তরঙ্গের-
i. সম দশায় উপরিপাতিত হবে
ii. ধ্বংসাত্মক ব্যতিচার হবে
iii. লব্ধি তরঙ্গের তীব্রতা সর্বনিম্ন হবে
কোনো বল কর্তৃক কৃতকাজ-
i. বল এবং সরণের ডটগুণন
ii. ভর × ত্বরণ
iii. গতিশক্তির পরিবর্তনের সমান
1 m লম্বা ও 1mm ব্যাসের তারকে বল প্রয়োগে 0.025 cm দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। ব্যাস হ্রাস?