একটি বস্তুর উপর ট = (21+ 3j - 4k) N বল প্রয়োগের ফলে সেটি (3, 2, 1) বিন্দু হতে (4, 5, 1) বিন্দুতে স্থানান্তরিত হয়। এক্ষেত্রে কৃতকাজ কত হবে?
2d2ydt2+ 50y = 0 সমীকরণ অনুযায়ী একটি কণা সরল ছন্দিত গতিতে দুলছে। কণাটির পর্যায়কাল কত ?
5 × 105 Nm-2 চাপে এবং 27°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 100 CC । 106 Nm-2 চাপে ওই গ্যাসের আয়তন 58.3CC হলে তাপমাত্রা কত?
একটি কার্নো ইঞ্জিনের দক্ষতা 60%। যদি তার তাপ গ্রাহকের তাপমাত্রা 17°C হয় তবে উৎসের তাপমাত্রা কত?
উদ্দীপকের ফটোতড়িৎ ক্রিয়ায় ধাতবপৃষ্ঠে 1000 A∘ তরঙ্গদৈর্ঘ্যর আলো আপতিত হলে-
100 kg ভরের একটি পাথরকে 200m উঁচু থেকে ফেলে দেয়া হলো। বাতাসের বাধা অগ্রাহ্য করা হলে এবং g = 9.8 ms-2 হলে 3s পর পাথরটি মাটি থেকে কত উঁচুতে থাকবে?