R = d26h+h2 সমীকরণে R-এর SI একক কী?
দোলক ঘড়ি
i. পাহাড়ের উপর ধীরে চলে
ii. বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিলে এটি ধীরে চলে
iii. গ্রীষ্মকালের চেয়ে শীতকালে দ্রুত চলে
নিচের কোনটি সঠিক?
অপবর্তন গ্রেটিং এর সাহায্যে-
i. তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে অপবর্তন কোণের পরিবর্তনের হার নির্ণয় করা যায়।
ii. তীক্ষ্ণ বর্ণালী সৃষ্টি করা যায়।
iii. নির্দিষ্ট দিকে আপতিত আলোক রশ্মিকে একত্রিত করা যায়।
সরল দোলন গতির বিশেষ ও গুরুত্বপূর্ণ উদাহরণ হলো-
i. উল্লম্ব স্প্রিং-এর গতি
ii. তাৎক্ষণিক গতি
iii. সরল দোলকের গতি
সরল দোলকের সাম্য অবস্থার জন্য প্রযোজ্য-
1. গতিশক্তি সর্বোচ্চ
11. বেগ সর্বোচ্চ
iii. বিভব শক্তি সর্বনিম্ন
একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 25.6% বৃদ্ধি করা হলে দোলনকাল বৃদ্ধি হবে-