কিসের প্রয়োজনে ব্যাংক ব্যবস্থার আবির্ভাব হয়?
অর্থনৈতিক মন্দার কারণে যে ঝুঁকি সৃষ্টি হয় তাকে কী বলে?
প্রাণ কোম্পানির আরও দ্রুত না লাভ-না ক্ষতি অবস্থায় পৌঁছানোর উপায় হতে পারে-
i. স্থায়ী ব্যয় হ্রাস
ii. প্রতি একক বিক্রয়মূল্য বৃদ্ধি
iii. পরিবর্তনশীল ব্যয় হ্রাস
নিচের কোনটি সঠিক?
জনাব আশরাফুল বেতন পেয়ে তার মাকে পনেরো হাজার টাকা দিলেন। এ টাকাগুলোর মধ্যে ২ টাকার নোট ছিল ১০০টি, ৫ টাকার কয়েন ছিল ৮০টি, ১০০ টাকার নোট ছিল ৫০টি। আশরাফুল তার মাকে সরকারি নোটগুলো আলাদা করতে বলেন। জনাব আশরাফুলের টাকার মধ্যে সরকারি নোট ছিল কতটি?
CB ব্যাংক L দেশটির কী ধরনের ব্যাংক?
মূলধনের অর্থায়নের উৎস্য কয়টি?