যে ব্যাংকিং কার্যক্রম একটি মাত্র অফিসের মধ্যে সীমাবদ্ধ থাকে তাকে কোন ব্যাংক বলে?
কোন ধরনের বিমাপত্রের ক্ষেত্রে একক কিস্তি পরিকল্পনা বিশেষভাবে প্রযোজ্য?
অর্থের বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়া বা কৌশল কোনটি?
আনুপাতিক সাহায্যের নীতি নিচের কোন বিমার ক্ষেত্রে প্রযোজ্য?
নৌ বিমা ও অগ্নিবিমার মধ্যে মিল রয়েছে এমন ক্ষেত্রগুলো হলো-
i. উভয়ই ক্ষতিপূরণের চুক্তি
ii. উভয় ক্ষেত্রেই বিমাযোগ্য স্বার্থ থাকতে হয়
iii. উভয় ক্ষেত্রেই স্থলাভিষিক্তকরণ নীতি প্রযোজ্য হয়
নিচের কোনটি সঠিক?
বাট্টার হার IRR এর চেয়ে বেশি হলে NPV কী হবে?