Pillar 1-এর মুখ্য বিষয় কী?
মি. 'R'-এর কিছু পরিমাণ অলস অর্থ আছে। তার কোন ধরনের হিসাব খোলা উচিত?
জনাব হাসানের বিনিয়োগ হতে শেয়ার প্রতি মোট মুনাফা কত টাকা?
জীবন কোম্পানি লি. পরিবর্তনশীল চলতি সম্পদের ১০০% এবং স্থায়ী চলতি সম্পদের ৬০% স্বল্পমেয়াদি উৎস হতে সংগ্রহ করে। স্থায়ী সম্পদের সম্পূর্ণ এবং স্থায়ী চলতি সম্পদের অংশবিশেষ দীর্ঘমেয়াদি উৎস হতে অর্থায়ন করে। ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে এ প্রতিষ্ঠান কোন নীতি অনুসরণ করে?
মুনাফা অর্জনের মূল্য উদ্দেশ্য নিয়ে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কী। বলে?
বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য হলো-
i. মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়
ii. স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায় করে
iii. অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কাজ করে
নিচের কোনটি সঠিক?