স্থির বিন্যাস ব্যবহৃত হয়-
i. জাহাজ নির্মাণের ক্ষেত্রে
ii. বড় ধরনের ইঞ্জিন সংযোজনের ক্ষেত্রে
iii. তেলকূপ খননের ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতার ব্যবহার হার কত?
রোমেল যে ধরনের ব্যবসায় স্থাপন করেছেন, তা হলো-
i. একমালিকানা ব্যবসায়
ii. যৌথমূলধনী ব্যবসায়
iii. ক্ষুদ্র ব্যবসায়
'কথা যত বেশি রেট তত কম'- মোবাইল অপারেটর কোম্পানির এ ধরনের ঘোষণা মার্কেটিং প্রমোশনের কোন কৌশলের অন্তর্ভুক্ত?
কোন বাজারের সদস্যসংখ্যা ব্যাপক?
মি. আশিফ বিভিন্ন বাজার থেকে পাট সংগ্রহ করে নিজস্ব পরিবহনের মাধ্যমে খুলনার করিম জুট মিলে সরবরাহ করে।
মি. আশিফের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?