সুমন, তার বাবা এবং আরো দুই ভাই মিলে নিজেদের ব্যবসা পরিচালনা করে। অথচ এ কাজের জন্যে সুমন এবং তার বাবাই যথেষ্ট। এক্ষেত্রে সুমনের দুই ভাইকে কীরূপ বেকারত্বের অন্তর্ভুক্ত বলা যায়?
মতিন সাহেবের পরিবারটি কোন ধরনের?
সম্পত্তির বৈশিষ্ট্য হলো, এটি-
i. শুধু বস্তুগত
ii. বিনিময়যোগ্য
iii. সমাজস্বীকৃত
নিচের কোনটি সঠিক?
কামরাব গ্রামের মোক্তার মিয়া মর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং আর্থিকভাবে স্বচ্ছল। এতদসত্ত্বেও তিনি ছেলের বিয়ের সময় যৌতুক দাবি করেন। কোন কারণে মোক্তার মিয়া যৌতুক দাবি করেন?
মর্গানের মতে, জ্ঞাতিসম্পর্কের রীতি কয় ধরনের?
শাকিলের নতুন বন্ধুরা কোন নৃগোষ্ঠীর সদস্য?