মুরাদের গবেষণায় নাজিরপুর গ্রামের পরিবর্তনের ক্ষেত্রে কোন উপাদানটির প্রভাব চিহ্নিত হয়েছে-
i. রেমিট্যান্স এর প্রভাব
ii. মেয়েদের কর্তৃত্বের প্রভাব
iii. অধিক আয়ের প্রভাব
নিচের কোনটি সঠিক?
দোকানে চিনি মাপতে দেখে নাজিম বলল, এই পরিমাপ পদ্ধতির ধারণা প্রথমে একটি সভ্যতা থেকে পাওয়া যায়। নাজিম কোন সভ্যতার কথা বলল?
পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য হিসেবে যথার্থ-
i. ব্যক্তিগত মালিকানা
ii. শ্রমবিভাজন
iii. শ্রেণিসংগ্রাম
পটুয়াখালীতে চর দখলকে কেন্দ্র করে এলাকার দুজন জোতদারের লাঠিয়াল বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং বেশি সমর শক্তিসম্পন্ন জোতদার এ চরের দখল নেয়। এ ঘটনাটি রাষ্ট্রের উৎপত্তির কোন মতবাদকে স্মরণ করিয়ে দেয়?
কত সালে নারী উন্নয়ন নীতি ঘোষিত হয়?
পুঁজিপতি ও সর্বহারাদের মধ্যে সংঘাতের পরবর্তী পর্যায়ে কোনটি প্রতিষ্ঠিত হবে?