আড়ং-এর শোরুমের লে-আউট কেমন?
নগদ বাট্টা প্রক্রিয়ায় '২/১০, নিট ৩০' বলতে বোঝায়-
i. ৩০ দিনের মধ্যে, মূল্য পরিশোধের বাধ্যবাধকতা
ii. ১০ দিনের মধ্যে পরিশোধ করলে ২% বাট্টা
iii. ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে ১০% বাট্টা
নিচের কোনটি সঠিক?
বণ্টনপ্রণালিতে জনাব হাসানের উপস্থিতির কারণে-
i. স্থানগত উপযোগ সৃষ্টি হয়
ii. পণ্যের উৎপাদন মূল্য বৃদ্ধি পায়
iii. পণ্য মূল্য বৃদ্ধি পায়
মিসেস সুপ্তি আগামী ঈদে নতুন ডিজাইনের পোশাক বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তার প্রয়োজন হবে-
i. পর্যাপ্ত মূলধন
ii. প্রসারমূলক কার্যক্রম গ্রহণ
iii. ব্যয় হ্রাস
একটি প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে সদ্ব্যবহার সম্ভব হয়
i. যন্ত্রপাতির
ii. জনশক্তির
iii. সুযোগের
উদ্দীপকের প্রতিষ্ঠানটির সুবিধা হলো-
i. বেশি মূলধন
ii. শেয়ার বিক্রয়ের সুবিধা
iii. বৃহদায়তন উৎপাদন