জনাব রাতুল বগুড়ায় 'বই সম্ভার' নামক বিপণিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন বই বিক্রয় করে আসছেন। বর্তমানে তিনি ব্যবসায়টি সম্প্রসারণের লক্ষ্যে কলেজ শিক্ষার্থীদের বই এবং তাদের উপযোগী কিছু গল্পের বই বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। এ লক্ষ্যে তিনি 'বই সম্ভার' বিপণিটিকে পরিকল্পিতভাবে সুসজ্জিত করেছেন। উদ্দীপকে জনাব রাতুলের অনুসৃত লে-আউট হলো-
i. প্রসেস
ii. রিটেইল
iii. প্রোডাক্ট
নিচের কোনটি সঠিক?