ব্যবসায়ের অবস্থানকে প্রভাবিত করে থাকে-
i. বাজার
ii. সহায়ক প্রতিষ্ঠান
iii. সরকারের নীতিনির্ধারণ
নিচের কোনটি সঠিক?
নিজেদের উৎপাদিত পণ্য নিজস্ব বিপণির মাধ্যমে বিক্রয় করা হলে সে ক্ষেত্রে কোন ধরনের বণ্টনপ্রণালি ব্যবহার হবে?
জনাব বাবলু একজন উদ্যোক্তা। তিনি কত কম ঝুঁকিতে ব্যবসায় গঠন করা যায় তা চিন্তা-ভাবনা করছেন। তার জন্যে কোন ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান উপযোগী হবে?
ভারসাম্য বিন্দু কী?
মোড়কীকরণের ফলে পণ্যের কোন দিকটি বাজার ধরে রাখতে সহায়তা করে?
পরিবেশের যে উপাদানগুলো ভোক্তার ক্রয়-ক্ষমতা ও ব্যয়ের ধরনকে। প্রভাবিত করে তাকে কী বলে?