'সপ্তবর্ণা' একটি অভিজাত শাড়ি বিপণি। এখানে রয়েছে উন্নতমানের ও অত্যাধুনিক ডিজাইনের রকমারি শাড়ির সম্ভার। ঢাকার ধানমন্ডি ও গুলশানে এ বিপণির দুইটি শাখা রয়েছে।
'সপ্তবর্ণা' বিপণিটি শাখা স্থাপনের ক্ষেত্রে কোন ধরনের সুবিধার প্রতি গুরুত্ব দিয়েছে?
জাতীয় আয় নির্ণয়ে বহির্ভূত পণ্যদ্রব্য ও সেবাকর্মের ধরন হলো-
i. যার কোনো বিনিময়মূল্য নেই
ii. যা বেআইনিভাবে উৎপাদিত হয়
iii. চূড়ান্তভাবে উৎপাদিত পণ্য ও সেবা
নিচের কোনটি সঠিক?
নিচের কোনটি ভোক্তাবাজার বিভক্তিকরণের ভিত্তি?
ভূমির ক্ষেত্রে প্রযোজ্য হলো—
i. এর যোগান সীমিত
ii. উৎপাদনের অন্যান্য উপকরণের উৎস
iii. এটি স্থানাস্তরযোগ্য নয়
উৎপাদনে নিয়োজিত কর্মীদেরকে সিদ্ধান্ত গ্রহণসহ বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়াকে উৎপাদন ব্যবস্থাপনার কী বলা হয়?
পণ্যের শ্রেণিবিভাগ কয়টি?