ইকরা প্রিন্টিং হাউজ বই ছাপানোর জন্য একটি নতুন মেশিন ক্রয় করল। মেশিনের গায়ে লেখা আছে প্রতি ঘণ্টা ৫০০০ ছাপা। উৎপাদন ক্ষমতা নির্ধারণের কোন ভিত্তিটির আলোকে এরূপ ক্ষমতা নির্ধারিত হয়েছে?
একটি কোম্পানির উৎপাদন ইউনিটের মোট স্থায়ী খরচ ৬,০০,০০০ টাকা, একক প্রতি পরিবর্তনশীল খরচ ২ টাকা এবং প্রতি একর পণ্যের বিক্রয়মূল্য যদি ৪ টাকা হয় তাহলে সমচ্ছেদ বিন্দুর জন্য কত একক পণ্য উৎপাদন করতে হবে?
রাফি এন্ড কোং তাদের বিক্রয়কৃত ফ্রিজের বিক্রয় পরবর্তী সেবা প্রদান করে। এ সেবাটি প্রদানের উপায় কী?
রসবোধ বিক্রয়কর্মীর কোন ধরনের গুণ?
পণ্যের মূল্য নির্ধারণে প্রভাববিস্তারকারী অভ্যন্তরীণ উপাদান হলো-
i. বাজার ও চাহিদার প্রকৃতি
ii. উৎপাদন খরচ নির্ধারণ
iii. বিপণন মিশ্রণ কৌশল
নিচের কোনটি সঠিক?
১৮৩২ সালে কে শ্রম বিভাগের সাথে সাথে বিভিন্ন বিভাগের জন্য পৃথক মজুরি ও বেতন ব্যবস্থা রাখার কথা বলেছেন?