নিট রপ্তানি কী?
জাকির সাহেব একটি হোটেল ব্যবসায় শুরু করেন। এটি জাতীয় আয়ের কোন খাতের অন্তর্ভুক্ত?
অষ্টাদশ শতাব্দীতে প্রসার ঘটে কোন মতবাদের?
বাংলাদেশে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হলো—
পণ্যের দাম নির্ধারণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
রাহেলার একটি সেলাই মেশিন আছে। এর থেকে তাঁর মাসিক আয় ২০,০০০/- টাকা । তিনি পারিবারিক ভরণপোষণ, সন্তানের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয়পত্রে জমা করেন । সঞ্চয়ের অর্থ থেকে এ বছর তিনি আরেকটি সেলাই মেশিন ক্রয় করেছেন ।
রাহেলার নতুন সেলাই মেশিন ক্রয়কে অর্থনীতিতে কী বলে?