ISO 9000 সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর-
i. পরীক্ষা পদ্ধতি হ্রাস পায়
ii. পণ্যচক্র সময় হ্রাস পায়
iii. ওভার টাইম হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
পণ্যের কোন বৈশিষ্ট্যের অভাবে ভাঙা কাচকে "পণ্য হিসেবে গণ্য করা হয় না?
মিনহাজুল একজন হলুদ বিক্রেতা। বর্ষাকালে হলুদ নষ্ট হয় বলে সে আগে থেকেই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তা রোধ করতে বেশ অর্থ ব্যয় করে থাকে। উদ্দীপকে মিনহাজুলের ব্যয় কোন ধরনের?
বিপণন যে ধরনের উপযোগ সৃষ্টি করে-
i. সময়গত উপযোগ
ii. স্থানগত উপযোগ
iii. স্বত্বগত উপযোগ
অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝিতে উৎপাদনকার্য পরিবারের গন্ডি পেরিয়ে কোথায় স্থানান্তরিত হয়?
পণ্য পুনঃনকশাকরণ ব্যয় কোন ব্যয়ের অন্তর্ভুক্ত?