'X' স্থান থেকে 'Y' স্থানে যেতে পশ্চিমগামী জাহাজ কোন রেখা অতিক্রম করবে।
নিচের কোনটি ক্লোরোফ্লোরো কার্বন এর সংকেত?
মানচিত্র বলতে বোঝায়—
i. একটি ভূখণ্ডের চিত্র
ii. একটি দেশের চিত্র
iii. একটি মহাদেশের চিত্র
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
রাহাত বিটিভির গ্রামাণ্য চিত্রে দেখতে পেলেন যে একটি গ্যাসের আধিক্যের কারণে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
উদ্দীপকে কোন গ্যাসের কথা বলা হয়েছে?
ভূমিকম্পের ফলে কী ধরনের ধ্বংসলীলা ঘটে?
i. অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়
ii. বৃক্ষাদি নষ্ট হয়
iii. অগণিত জীবজন্তু ও মানুষ মৃত্যুমুখে পতিত হয়
বাংলাদেশের জনসংখ্যা কাঠামো বিশ্লেষণে দেখা যায়—
i. জম্নহার অপেক্ষা মৃত্যুহার বেশি
ii. প্রায় অর্ধেক লোক পরনির্ভরশীল
iii. পুরুষের চেয়ে মহিলা সংখ্যাধিক্য